চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে’র শিক্ষার্থীদের উদ্যোগে ‘বহুমাত্রিক’ নামে একটি ওয়েবজিন প্রকাশ করা হবে। শিক্ষক-শিক্ষার্থীদের একটি সাধারণ মাধ্যমে একীভূত করে সৃজনশীলতা চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ওয়েবজিনটি আগামী ২৬ মার্চ ২০২৪, স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সৃজনশীল মেধা-মনন ও মার্জিত রুচিসম্পন্ন শিক্ষক-শিক্ষার্থীদের সাহিত্য-চিন্তাভাবনা-যুক্তিনির্ভর মতামত প্রকাশের জন্য একটি আধুনিক মঞ্চ হিসেবে ‘বহুমাত্রিক’ যাত্রা শুরু করতে যাচ্ছে। তাই আপনার লেখা এবং অন্যান্য সৃজনশীল সৃষ্টিকর্ম প্রকাশ করার জন্য ‘বহুমাত্রিক’ ওয়েবজিন উদগ্রীব। আপনার লেখাটি পাঠিয়ে দিন নিম্নের মেইল ঠিকানায়: [email protected]
যারা লেখা পাঠাতে পারবেন
আন্তর্জাতিক
সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থী তো বটেই, অতিথি লেখক হিসেবে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষক-শিক্ষার্থী আমাদেরকে লেখা পাঠাতে
পারবেন।
ভাষা
বাংলা ও ইংরেজি
যা যা পাঠাতে পারবেন
ছোটগল্প,
উপন্যাস, স্মৃতিগদ্য, মুক্তগদ্যসহ যেকোনো ধরণের কথাসাহিত্য; গান ও কবিতা;
প্রবন্ধ; নিবন্ধ; অনুবাদ; আন্তর্জাতিক রাজনীতি-অর্থনীতিসহ যেকোনো বিষয়ে
বিশ্লেষণধর্মী মতামত; গবেষণামূলক লেখা; কলাম; খেলাধূলা নিয়ে লেখা; ফিচার;
গ্রন্থ ও চলচ্চিত্র সমালোচনা-পর্যালোচনা; সাহিত্য সমালোচনা; চিত্রকলা;
ফটোগ্রাফি ইত্যাদি।
মোদ্দাকথা, যেকোনো ধরণের লেখা গ্রহণের ক্ষেত্রে নামের মতো আমাদের বহুমাত্রিকতার চর্চা অব্যাহত থাকবে।
তবে
এক্ষেত্রে শুধু লক্ষ্য রাখতে হবে, লেখাটি অবশ্যই মৌলিক ও অন্যত্র প্রকাশ
করা হয়নি এমন হতে হবে। ফেসবুকে বা অন্যত্র প্রকাশিত কোনো লেখা পাঠানোর
ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি।
পুনশ্চ-১: ই-মেইলের সাথে লেখা
সম্পর্কিত ছবি (যদি থাকে) সোর্সসহ সংযুক্ত করে দেয়ার জন্য অনুরোধ জানানো
যাচ্ছে। পাশাপাশি লেখকের বিভাগ, শিক্ষাবর্ষ ও যোগাযোগের পাবলিক ই-মেইল
অ্যাড্রেস উল্লেখ করার জন্যও সবিনয় অনুরোধ জানাই।
পুনশ্চ-২:
সম্পাদনার সুবিধার্থে Google Doc./Microsoft Word ফাইলে আপনার লেখাটি ইমেইল
করার জন্য অনুরোধ করছি। উপর্যুক্ত পদ্ধতিতে সম্ভব না হলে, ইমেইলটি যেখানে
কম্পোজ করছেন, সেখানে টাইপ করে আপনার লেখাটি প্রেরণ করলেও চলবে। পিডিএফ
ফরম্যাটে লেখা পাঠানোর ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি।
0 Comments