মহান জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ‘যারা পাশে ছিলেন’ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইন্টারভিউ করার একটি উদ্যোগ ‘বহুমাত্রিক’ হাতে নিয়েছে। এর প্রেক্ষিতে গত ষোলো বছরে আওয়ামীলীগের ও শেখ হাসিনার অধীনে অগণতান্ত্রিক পক্রিয়ায় শাসিত একদলীয় ফ্যাসিস্ট শাসন ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক সোচ্চার ছিলেন, রাষ্ট্র ও গণতন্ত্রের পুনর্গঠন চেয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানকালীন সরাসরি ছাত্র-জনতার পক্ষে সক্রিয় অবস্থানে ছিলেন, আমরা তাদের সাথে যোগাযোগ করি।
আমাদের নেওয়া এ সাক্ষাৎকারগুলোতে উঠে এসেছে এ শিক্ষকগণের দীর্ঘদিনের অ্যান্টি-স্টাবলিশমেন্ট অবস্থানের ফলে নিষ্পেষিত হবার গল্প এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতি, তিক্ত অভিজ্ঞতা ও ভূমিকার কথা। আমরা জানতে চেয়েছি তাদের রাষ্ট্রসংস্কার ভাবনা ও বিশ্ববিদ্যালয়ের সমস্যা-সঙ্কট নিরসনে পরামর্শ ইত্যাদি; অনেকে সংবিধান প্রশ্নেও নানান মত দিয়েছেন।
তাছাড়া তাদের বিশেষায়িত ক্ষেত্রগুলোতে সমস্যা চিহ্নিতকরণ, সংস্কার বিষয়ক চিন্তা ও উত্তরণের পথ সম্পর্কে জানা গেছে এই আলাপনগুলোতে।
এছাড়াও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। দায়িত্বগ্রহণের অনুভূতি, প্রত্যাশা এবং প্রশাসক হিসেবে আশাবাদের কথা এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কার বিষয়ে তারা তাদের ভাবনাচিন্তা আমাদের জানিয়েছেন।
এ সাক্ষাৎকার-আয়োজনের প্রথম পর্বে আমাদের সাথে ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাক্ষাৎকারটি নিয়েছেন মো. ইকরম হোসেন ও তানভীর আলম রিফাত। ক্যামেরায় ছিলেন মো. আরশাদ রাফী।
0 Comments